বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ১৩টি বস্তাজাল জব্দ করা হয়েছে। ১০জুলাই (মঙ্গলবার) উপজেলা স্লুইস গেইট, হাসামপুরসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০লাখ টাকা মূল্যের অবৈধ এসব বস্তাজাল আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এ বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। অভিযানকালে তাঁর সাথে ছিলেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, অফিস সহকারী মোক্তদির মিয়া, শেখ আবু নাহিদ, বালাগঞ্জ থানার পুলিশ সদস্য বৃন্দ।
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব অবৈধ জাল ছাড়াও উক্ত জালের মাধ্যমে ধরা পোনামাছ উদ্ধার করে স্থানীয় হাওরে অবমুক্ত করা হয়েছে। তাছাড়া জব্দকৃত জাল ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।