সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে সিলেট-সুলতানপুর সড়কের কাজ শুরু হবে : শোক সভায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

শাহ্ আজিজুর রহমান স্মরণে দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত



বালাগঞ্জে সিলেট – ২ আসনের সাবেক সংসদ সদস্য, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত শাহ্ আজিজুর রহমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় বীর মুক্তিযুদ্ধা শাহ্ আজিজুর রহমানের ছাত্র জীবন থেকে বর্নাঢ্য রাজনৈতিক জীবনের আলোকপাত করে বক্তারা বলেন, মানুষের অধিকার আদায়ে তাঁর বলিষ্ঠ ভূমিকার ছিলো আপোষহীন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুমও সইতে হয় এই নির্লোভ রাজনীতিবিদকে। দেশ-জাতি-সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তাচেতনা। স্বৈরাচার আইয়ব খান সহ স্বৈরাচারবিরোধী সকল আন্দোলনের তিনি ছিলেন বলিষ্ঠ এক বীর সেনা। বক্তারা আরো বলেন, মৃত্যু অমোঘ ও অবশ্যম্ভাবী হলেও তাঁর মৃত্যু আমাদের সবার জন্য নিদারুণ মর্মান্তিক। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বীর মুক্তিযোদ্ধা শাহ্ আজিজুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের আলোকপাত করে তাঁর বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পাশাপাশি তিনি সিলেট-সুলতান পুর সড়ক নিয়েও কথা বলেন। তিনি এই সড়কের করুণ অবস্থার জন্য দলের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনের আগে সড়কের কাজ হবে বলে আশ্বাস জানিয়ে নৌকায় ভোট চান।

২৬ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার স্থানীয় মোরার বাজারে দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ দুদু মিয়া। সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ আলী কাচা যৌথ পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।

বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এই স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ফেঞুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটু, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট সিটি কাউন্সিলার তারেক উদ্দিন তাজ, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, নজরুল ইসলাম ইছন, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী গুলশের, মোঃ মুজিবুর রহমান, হারুনুর রশীদ, শহিদুর রহমান গেদা মিয়া, শাহ আব্দুস ছত্তার, আবদুল মানিক, ইসলাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ তেরা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ নেতা মোঃ শিরমান উদ্দিন, দেওয়ানবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাহেদ আলী গেদা, খন্দকার আব্দুর রকিব মেম্বার, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, যুবলীগ নেতা আমির মোহাম্মদ শুভ, শাহজাহান আহমদ, আক্তার আহমদ, মোঃ চুনু মিয়া, ইসলাম উদ্দিন, মোঃ ইসমাইল আলী, জুয়েল আহমদ, মুক্তার আলী, মোস্তাফিজুর রহমান, রুহেল আহমদ, সুহেল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান, ছালেহ আহমদ, খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সামছুল হক লেচু, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আহমেদ মোসাদ্দেক, মামুন আহমদ, আহমেদ মুসা, মাছুম আহমদ, মুহিন আহমদ, ময়নুল ইসলাম, জাকির আহমদ প্রমূখ।

উক্ত শোক সভায় মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!