বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

কবিতা

ঋত নির্বাণ স্মরণে : রুমা চৌধুরী



অন্তরালে অরূপ তুমি, রয়েছ আপন ধ্যানে
আপন বীণায় সপ্ত সুরে দীর্ঘ দহন তানে।

ইমন সুরে সান্ধ্য সুধায় বহিছে সুরধুনি
ঈশিত ছন্দে বহিছে প্রাণে তোমার পদধ্বনি।

উজান স্রোতে বইয়ে খেয়া আমি ভাসি বহুদূরে
ঊর্মিমালার ফেনপুঞ্জে রয়েছি স্বপ্নে ঘিরে।

ঋতব্রতে ঋদ্ধ সত্যে দিয়েছিলে ইঙ্গিত
একান্তে সেই আলোর তন্ত্রে বেজেছিল সঙ্গীত।

ঐহিক যত দৈহিক পীড়া বেঁধেছে আমায় ডোরে
ওঁঙ্কার সুরে ঋত্বিক রূপে, মৃত্যু এসেছে দ্বারে।

ঔর্বাগ্নির আলতো স্পর্শে এস তুমি মোর চেতনে
অন্তরালে খুঁজি তোমায়, ঋত নির্বাণ স্মরণে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!