বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ছাত্রলীগের সাংবাদিক সম্মেলন



বালাগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি ঘোষণার পর নব-গঠিত এসব কমিটি বাতিলের দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা তৃণমূল ছাত্রলীগ। শনিবার (১০ এপ্রিল) বিকেলে স্থানীয় মোরার বাজারে “তৃণমূল ছাত্রলীগ বালাগঞ্জ উপজেলা” ব্যানারে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান বাজার ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক শিহাবুল ইসলাম অনিক।

লিখিত বক্তব্যে অনিক জানান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ একটি মেয়াদ উত্তীর্ণ কমিটি। সম্প্রতি প্রকৃত ছাত্রলীগ যখন হেফাজত এর সরকার বিরোধী আন্দোলন প্রতিহত করতে সরব, তখন উপজেলার ৫টি ইউনিয়নের ত্যাগী, ছাত্রলীগ ও প্রকৃত ছাত্রদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী, ছাত্রদল, ছাত্র শিবির এবং মন্দির ভাঙাসহ বিভিন্ন মামলার আসামী দিয়ে উপজেলার ৫টি ইউনিয়নে পকেট কমিটি ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাই সংশ্লিষ্ট উপজেলা-জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তদন্ত করে বিষয় গুলো খতিয়ে দেখে বালাগঞ্জ উপজেলার ছাত্রলীগসহ সদ্য-ঘোষিত ৫টি ইউনিয়নের কমিটি স্থগিত করে সব’কটি কমিটি বিলুপ্ত করার দাবি জানান।

লিখিত বক্তব্যের সাথে একমত পোষন করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পদত্যাগের কথা জানিয়ে বক্তৃতা করেন ছাত্রলীগের দেওয়ান বাজার ইউনিয়নের নব-ঘোষিত কমিটির সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, আইন-বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মেহরাব, পশ্চিশ গৌরিপুর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন-সাধারণ সম্পাদক মারুফ আহমদ। এছাড়া সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগ নেতা জেবলু আহমদ।

উলে­খ্য, গত ৭ এপ্রিল ছাত্রলীগের বালাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল এবং সাধারণ সম্পাদক রুবেল আহমদ স্বাক্ষরিত ওইসব কমিটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এর পরপরই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফেসবুকে পক্ষে বিপক্ষে মতামত প্রকাশ শুরু করেন। এমনকি সদ্য- ঘোষিত ৫টি ইউনিয়নে ছাত্রলীগের কমিটির ব্যাপারে বিভিন্ন স্তরের একাধিক আওয়ামী লীগ নেতারাও বিভিন্ন মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!