রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর উপশহরে স্থানীয় শাহজালাল আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় এবং আশপাশ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এর আগে ক্লাবের প্রেসিডেণ্ট মোহাম্মদ সাহিদুল হক সোহেরে সভাপতিত্বে ক্লাবের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট সাইনসাইনরে প্রেসিডেণ্ট রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল জানান, রোটারি ডিস্ট্রিক৩২৮২’র রোটারিবর্ষ ২০২১-২২ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণের পাশাপাশি বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের লামাপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তের মধ্যে ফুডপ্যাক বিতরণে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক ডেপুটি গভর্ণর রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম পিএইচএফ, পিপি রোটারিয়ান গউস মঈন উদ্দীন হায়দার, পিপি রোটারিয়ান মোহাম্মদ হানিফ পিএইচএফ, পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, ভিপি রোটারিয়ান আকমামুল হক, আইপিপি রোটারিয়ান আনোয়ারুল হক, প্রেসিডেণ্ট ইলেক্ট রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী, পিপি রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, পিপি রোটারিয়ান আর.আই চৌধুরী রিয়াদ, পিপি রোটারিয়ান হেলাল উদ্দিন আহমদ, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক রেজিয়া বেগম, শিক্ষক আলেকা বেগম, মাহমুদা জাহান চৌধুরী, কবির আহমদ, ফয়ছল আহমদ সাকিব খান, মো. আজহারুল ইসলাম, মো. এনামুল হক প্রমুখ।