বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ী ইউপি সদস্য মাওলানা ওয়ারিছ উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ



দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯নং ওয়ার্ডে বিজয়ী সদস্য (মেম্বার) হাফিজ ক্বারী মাওলানা ওয়ারিছ উদ্দিন আল-মাসউদ সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে স্থানীয় বাদেশপুর, হাসামপুর, শিবেরচক এবং সাতবিলা গ্রামসমুহের মুরুব্বিয়ান, যুবসমাজ এবং ছাত্রসমাজের নেতৃবৃন্দ, নারী, শিশুসহ কৃষক, শ্রমিক, চাকুরীজীবী সর্বস্তরের এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভের পর এক বিবৃতিতে তিনি বলেন, দেশে-বিদেশে অবস্থানরত আমার সুহৃদ, সমর্থক, কর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যারা অক্লান্ত পরিশ্রম করে আমার নির্বাচনী প্রতীক ঘুড়ি মার্কার পক্ষে জনসমর্থন আদায় করেছেন তাদের ঋণ কোনদিন শোধ করতে পারব না। আমি এলাকাবাসীর কাছে চিরঋণী। তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বস্তরের নাগরিক সমাজের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!