বালাগঞ্জ উপজেলার মোরারবাজারের নোমান পোল্টির প্রোপাইটর নোমান আহমদের পিতা, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি, স্থানীয় শিবেরচক গ্রামের প্রবীণ মুরুব্বি, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী মৌলভী নূরুল হকের দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় শিবেরচক জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় মৌলভীবাজার রায়পুর মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ চাম্পারকান্দি, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান কলুমা, সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসাইন, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো. জিল্লুর রহমান শোয়েব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত এলাকাবাসী শরিক হন।
উল্লেখ্য, মৌলভী নূরুল হক গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।