শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দেবাংশু কুমার সিংহের যোগদান



বালাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন দেবাংশু কুমার সিংহ। গত মঙ্গলবার বিকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে নবাগত ইউএনও দেবাংশু কুমার সিংহকে বরণ ও বিদায়ী ইউএনও মো. নাজমুস সাকিবকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নবাগত ইউএনও দেবাংশু কুমার সিংহ, বিদায়ী ইউএনও মো. নাজমুস সাকিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, মো. জুনেদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর রহমান রুমন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, কূশিয়ারার কূলের প্রকাশক হুসাইন আহমদ, সাংবাদিক তারেক আহমদ প্রমুখ।

বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারদের ফুল এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বালাগঞ্জের ঐতিহ্য শীতলপাটি বিদায়ী ইউএনকে প্রদান করা হয়।

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো. নাজমুস সাকিব বুধবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!