বালাগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার (০৪ জুলাই) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী মদন মোহন জীউ আখড়া মন্দির উন্নয়ন সংস্থার উদ্যোগে ও মদন মোহন আশ্রম কমিটির সার্বিক সহযোগিতায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
৯দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ভাগবতীয় আলোচনা করেন শ্রীযুক্ত রতীশ চন্দ্র দাস। দুপুর ১২টায় কীর্তন পরিবেশন করেন শ্রীযুক্তা সম্পা রাণী দাস। বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সমাজ সেবা সম্পাদক বিজন কুমার ধর, জেলা কমিটির সদস্য, বাপসা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা বীরেন্দ্র কুমার দাস ছবি, প্রভাত চন্দ্র রায়, অরুণ চন্দ্র দে, বালাগঞ্জ উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা সাধন চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, এসআই জিতেন্দ্র বৈষ্ণব, অপু দাস গুপ্ত, শিক্ষক অনন্ত চন্দ্র দাস, সঞ্জয় কুমার দাস, জয়দীপ রায়, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক অমল দাস আপন, বিকাশ সরকার, মন্দির উন্নয়ন সংস্থার সভাপতি তম্ময় বণিক, সাধারণ সম্পাদক বিপ্লব দাস অভি, সাংগঠনিক সম্পাদক অসীম লাল দে, কোষাধ্যক্ষ সৌরভ পাল, অসিত দেব, মিঠু বৈদ্য প্রমুখ।