একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের তিন উপজেলায় এ পর্যন্ত দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছেন আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী শফি আহমদ চৌধুরী। এছাড়া এ পর্যন্ত ১৫টির অধিক মামলাও হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও তাঁর আসনে দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে পুলিশ। প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে; যাদের বেশিরভাগের বিরুদ্ধেই আগের কোন মামলা কিংবা ওয়ারেন্ট নেই।
তিনি বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষের গণজোয়ার দেখে ভীত হয়ে পড়েছে আওয়ামী লীগ। এ কারণে তাঁরা পুলিশ ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের মামলাসহ হয়রানি করে আসছে। তাঁরা ভোটের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।
তিনি সংবাদ সম্মেলনে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে তাঁর এলাকার ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে জনগণকে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।