ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রোববার (১০মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মঞ্জুর আহমদ মীরপুরীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিছ মিয়া, প্রতাব বাবু, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তখলিছ আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ুম, বিদ্যালয়ের সহসভাপতি ডা. এনামুল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, কামিল আহমদ, লিটন দাস, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লখন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারি শিক্ষক মাজহারুল ইসলাম, শিক্ষানুরাগী বোরহান উদ্দিন, আব্দুল মন্নান গেদা মিয়া, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মাহমুদুর রহমান।অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ সময় বক্তৃতাকালে বক্তাদের স্কুল ও এলাকার বিভিন্ন দাবি প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি নাজলু চৌধুরী বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষাব্যবস্তার আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। প্রাকপ্রাথমিক শ্রেণি চালু করার হয়েছে। সেখানে খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক মানের
অক্ষর জ্ঞান দেয়া হচ্ছে। আমাদের এ জনপদের এমপি জননেতা শফিকুর রহমান চৌধুরী যিনি বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি গত সপ্তাহে আমাকে বলেছেন এলাকার জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবনের তালিকা করার জন্য। আপনাদের নিশ্চিয়তা দিয়ে বলতে পারি যদি প্রথম পাঁচটি স্কুলের নাম যায় তবে এরমধ্যে আপনাদের এ স্কুল নাম থাকবে। তবে দেশের সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে এ জন্য সম্মানিত শিক্ষক এবং অভিভাবকদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার সকল সমস্যা সম্পর্কে আমাদের জানা আছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।