বালাগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপালী ব্যাংক সুলতানপুর শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপালী ব্যাংক সুলতানপুর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য।
ব্যাংক কর্মকর্তা নির্মল অধিকারীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাদির চৌধুরী, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী শামীম আহমদ এবং শিক্ষক, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের জন্য ব্যাংক হিসেব চালু করার বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্ধুদ্ধ করা হয়।