সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন সামসের মতবিনিময়



আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি সামস উদ্দিন সামসের সমর্থনে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি ইয়াওর আলী নুনু মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস।

হাফিজ মুফতি রুবেল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন – আওয়ামী লীগ নেতা ইছরাক আলী, ইউপি সদস্য শামীম আহমদ, শিক্ষক বেলাল আহমদ, যুবলীগ নেতা ইমরান আহমদ, সমাজকর্মী জানু মিয়া, আনছার মিয়া, মজলু মিয়া, ফখর মিয়া, লেখন মিয়া, শিপলু আহমদ, হাফিজ জুনেদ
আহমদ, আলম মিয়া, মাসুম আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন শায়খুল আব্দুল হাই উমরপুরী।

সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সমর্থন প্রদান করা হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!