নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ আব্দুল আহাদ (তালা) পেয়েছেন ২শ ২২ ভোট, মো. মাসুদ মিয়া (বৈদ্যুতিক ফ্যান) ২শ ১৮ ভোট এবং সুফিয়ান আলী (ঘুড়ি) পেয়েছেন ১শ ৫৬ ভোট। নির্বাচনে মোট ভোটারে সংখ্যা ২হাজার ৮২জন। নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ১হাজার ১শ ৪৫, এর মধ্যে বাতিল ভোট ১১টি।