বৈঞ্চব বাবাজী সীতানাথ দাস (৯৩) আর নেই। বিলবাড়ি কানাই লাল জিউ আশ্রমের সাবেক সেবায়েত বর্তমানে তারাপাশা অন্তর্গত হরিপাশার বৈঞ্চব বাবাজী সীতানাথ দাস ভারতের বৃন্দাবন ধামে অসুস্থ হয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯:৩০ ঘটিকার কলিকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া ঐ দিন সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় কলকাতার একটি শ্মশানঘাটে সম্পন্ন হয়। তাঁহার মৃত্যুতে এলাকায় শোক দেখা দিয়েছে। তিনি অনেক ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।