বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তালা ভেঙে বালাগঞ্জের জুয়েলারি দোকানে চুরি



বালাগঞ্জে শ্রী অঙ্গ জুয়েলার্স নামে একটি দোকানে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আজিজপুর বাজারের ওই ব্যবসা প্রতিষ্ঠানে গত রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০/৫০ হাজার টাকার রূপার মালামাল চুরি হয়েছে বলে দোকানের প্রোপাইটর অজয় কান্দি দেব জানিয়েছেন।

জানা গেছে, গত রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রোপাইটর অজয় কান্দি দেব স্থানীয় গ্রামের বাড়িতে চলে যান। সকালে সংবাদ পেয়ে দোকানে এসে দেখতে পান কে বা কারা তার দোকানের সাটাসের তালা ভেঙ্গে সোকেসে থাকা রূপার মালামাল নিয়ে গেছে এবং জিনিসপত্র তছনছ রয়েছে। তবে দোকানে থাকা লকার ভাঙ্গতে না পারায় তার স্বর্ণালঙ্কার নিতে পারেনি। সংবাদ পেয়ে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!