বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁ পুর গ্রামের দক্ষিণ পাড়ায় একটি পাঞ্জে খানা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় হযরত মাওলানা নুরুল ইসলা বিশ্বনাথি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। স্থানীয় মুসল্লিদের সুবিধা প্রদানের লক্ষে মসজিদের ভূমি প্রদান ও নির্মাণ ব্যায় প্রদান করছেন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী মোঃ আনোয়ার মিয়া।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসিদ আলী, গ্রামের প্রবীণ মুরব্বি হাজি মোঃ নমির মিয়া, মাওলানা শিহাব উদ্দিন, মোঃ ছমরু মিয়া ও হাফিজ ছালিম মিয়া প্রমুখ।