বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৩টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্মুক্ত উঠান বৈঠক করেছেন – সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। রোববার (১৫ অক্টোবর) বিকেলে পৃথক পৃথক অনুষ্ঠানে স্থানীয় মোরারবাজার – কুবেরাইল সড়ক ও জনকল্যাণবাজার থেকে মোহাম্মদপুর সড়ক এবং সিলেট সুলতানপুর সড়ক থেকে খাঁ পুর এই তিন সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি। এসময় তাঁর সাথে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রকিবের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এমপি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মুক্তভাবে স্থানীয় লোকজনের অসুবিধা-সুবিধার কথা শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় বক্তারা বিগত দিনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য এমপির প্রতি সন্তুষ্টি প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন দাবিদাবা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সকলের প্রত্যাশা পুর্ণ করতে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মযনুল ইসলাম সালেহ -এর পরিচালনায় উঠান বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।