মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জের মোরারবাজার-ইব্রাহিমপুর সড়ক উন্নয়ন কাজ শীঘ্রই শুরু হচ্ছে



দীর্ঘদিনের জনভোগান্তি লাঘবে শীঘ্রই শুরু হতে যাচ্ছে বালাগঞ্জ উপজেলার দেওয়াবাজার ইউনিয়নের ‘মোরারবাজার- ইব্রাহিমপুর সড়ক’ উন্নয়ন কাজ। এ উপলক্ষ্যে শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা স্থানীয় ইব্রাহিমপুর গ্রামস্থ নিজবাড়ীতে গ্রামবাসীকে নিয়ে জরুরি এক মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মো. ইসলাম উদ্দিন।

তিনি বলেন, শীর্ষই আমাদের বহুল প্রতিক্ষিত ইব্রাহিমপুর-মোরারবাজার সড়কের উন্নয়ন কাজ শুরু হচ্ছে। আপনারা জানেন মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিবকে আমি আমাদের গ্রামে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলাম। এর একমাত্র কারণ যে তিনি নিজ চোখে দেখবেন যে আমরা কতইনা করুণ অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায় সফল হয়েছি। আগামী ৩-৪দিনের মধ্যেই আমাদের মোরারবাজার-ইব্রাহিমপুর সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। এ সড়কের কাজ বাস্তবায়িত হলে আমাদের গ্রাম উন্নত ও আদর্শ গ্রামে পরিণত হবে। মানুষ আধুনিকতার ছোঁয়া পাবে। শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। আমাদের দীর্ঘদিনের দুর্দশার অবসান হবে। তাই স্ব স্ব অবস্থান থেকে এ উন্নয়ন কাজে এগিয়ে আসতে হবে।

এ সময় গ্রামবাসীও তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। গ্রামের প্রবীণ মুরব্বি মো. কনর মিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় গ্রামবাসীর মধ্য থেকে- কয়েস আহমদ, ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, রুমন মিয়া, জালাল আহমদ, আবু বক্কর, লয়েছ আহমদ, শাহিন আহমদ, আজাদ মিয়া, ধন মিয়া ও আইয়ুব আলীকে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু ও কোষাধ্যক্ষ শাহ মো. হেলাল।  এরআগে প্রবাসী সমাজসেবী ইসলাম উদ্দিন ইব্রাহিমপুর নতুন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গ্রামবাসীর সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ‘মোরারবাজার -ইব্রাহিমপুর সড়ক’ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। জানাগেছে, অচিরেই এই সড়কের ১কিলোমিটার পাকাকরণ কাজ শুরু হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন