শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা – ১৩।। আব্দুর রশীদ লুলু



 ২৪ জুলাই ১৭০৪ – স্পেনের কাছ থেকে জিব্রালটার প্রণালির দখল নেয় ব্রিটেন।

 ০১ মার্চ ২০০৭ – যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় তিন রাজ্য আলবামা, জর্জিয়া ও মিসৌরিতে ভয়াবহ টর্নেডো-এ ২৮ জন লোক নিহত হয় ও বহুলোক আহত হয়।

 ০৩ এপ্রিল ১৬৬১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করার অস্ত্র নির্মাণ সংক্রান্ত সনদ লাভ করে।

 ১৫ অক্টোবর ১৯৮২ – ইউনেস্কো ইলোরাকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করে।

 ১২ অক্টোবর ১৯৯২ – সমৃদ্ধ জনপদ সান জুয়াল বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত হয়।

 ০১ এপ্রিল ১৯৬০ – মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

 ০৪ এপ্রিল ১৮৯৮ – হীরালাল সেন (বাংলা চলচ্চিত্রের জনক) প্রথম বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেন।

 ১১ এপ্রিল ১৯৩১ – প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্টী’ মুক্তি পায়।

 ১৭ এপ্রিল ১৮৯৯ – কোলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

 ২৪ জুলাই ১৯২১ – ফিলিস্তিন, ইরাক ও পূর্ব জর্দান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসী সরকারের অধীনে চলে আসে।

 ২৪ জুলাই ১৮২৩ – চিলিতে দাস প্রথার বিলোপ সাধন হয়।

 ০২ মার্চ ২০০৭ – বাংলাদেশে প্রথম পেশাদার ফুটবললীগ শুরু হয়।

 ০১ এপ্রিল ১৯৩৩ – জার্মানিতে ইহুদি নিধন শুরু হয়।

 ০৪ এপ্রিল ১৯৭৯ – জুলফিকার আলী ভুট্টো (পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী)’র ফাঁসি হয়।

 ১৬ এপ্রিল ১৯১২ – হ্যারিয়েট কুইমবি প্রথম মহিলা বিমানচালক হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

 ০৫ এপ্রিল ১৯৬৪ – লন্ডনে চালকবিহীন স্বয়ংক্রিয় প্রথম পাতাল রেল চালু হয়।

 ২৬ অক্টোবর ১৯৪৭ – ষড়যন্ত্র করে কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভূক্ত করেন।

 ০৮ ডিসেম্বর ১৯৮৫- সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) গঠিত হয়।

 ২৭ ডিসেম্বর ১৯৪৫ – বিশ্ব ব্যাংক (World Bnak) প্রতিষ্ঠিত হয়।

 ২৭ ডিসেম্বর ১৯৪৫Ñ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিষ্ঠিত হয়।

 ২৪ জুলাই ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমানবাহিনী জার্মানির হার্মবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমা বর্ষণ করে। এতে হাজার হাজার লোকের মৃত্যু ও প্রচুর সম্পদ ধ্বংস হয়।

 ২৪ জুলাই ১৮৬৮ – মার্কিন বিজ্ঞানী জন ওয়েসলি হিট প্লাস্টিক তৈরীর নতুন উপাদান তৈরীতে সক্ষম হন।

 ১৭ এপ্রিল ১৯৭১ – বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়।

 ২১ এপ্রিল ১৫২৬ – সম্রাট বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

 ২৭ এপ্রিল ১৯৯৩ – দুই ইয়েমেন যুক্ত হওয়ার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

 ০৩ জুলাই ২০০০ – ইউনেস্কো কর্তৃক সোয়াহিলি নগর (পূর্ব আফ্রিকার সবচেয়ে প্রাচীন জনপদের অন্যতম) বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত হয়।

 ২৩ ডিসেম্বর ১৯৮২ – ইউনেস্কো কর্তৃক পিলগ্রিম চার্চ (জার্মান) বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত হয়।

 ১৮ এপ্রিল ১৯৭২ – স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম পোস্টকার্ড প্রকাশিত হয়।

 ১৫ অক্টোবর ১৯৮২ – অনুপম খোদাই চিত্রের জন্য কোনার্কের সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান দেয়া হয়।

 ১৪ আগস্ট ১৯৪১ – জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়।

 ০১ জানুয়ারি ১৯৪২ – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।

 ২৭ এপ্রিল ১৯৯০ – সুদীর্ঘ ত্রিশ বছর পর মিয়ানমারে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 ০৭ মে ২০০৬ – বাংলাদেশের জাতীয় সংসদে গ্রাম আদালত বিল ২০০৬ পাস হয়।

 ০১ জানুয়ারি ১৯৯৫ – বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization-WTO) কার্যক্রম শুরু করে।

 ১৫ জুন ২০০৬ – ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্ত পুরমে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়।

 ২২ অক্টোবর ২০০৬ – সোহরাওয়ার্দী উদ্যান ঢাকায় স্বাধীনতা স্তম্ভ উদ্বোধন করা হয়।

 ০৫ নভেম্বর ২০০৬ – ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় করে অস্ট্রেলিয়া।

 ০৮ ফেব্রুয়ারি ২০০৭ – পবিত্র মক্কায় ফাতাহ-হামাস ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

 ০৬ নভেম্বর ২০০৬ – ঢাকায় আন্তর্জাতিক আলোক উৎসব ২০০৬ অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ২৪টি দেশ অংশ নেয়।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!