যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার উত্তর জালালপুরবাজার জামে মসজিদে নগদ ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত বুধবার (২৬ মে) বিকাল ২টায় যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক প্রবাসী সমাজকর্মী সেবুল মিয়া এবং এসোসিয়েশনের সদস্য প্রবাসী সমাজকর্মী আজাদ মিয়া আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করেছেন।
এ উপলক্ষে বাদ জোহর মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুশ শহিদ বিপ্লবী।
উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জিয়াউর রহমান গৌছ, সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান বাবুল মিয়া, সদস্য তফুর মিয়া, মসজিদের ইমাম মাওলানা আনহার আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, জালালপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ডা. মাহবুব আলম, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বদরুল ইসলাম জয়দু, বিশিষ্ট সমাজকর্মী অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ মতিউর রহমান সিতাব, সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক খালেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
উল্লেখ্য, ইতোমধ্যে যুক্তরাজ্যস্থ জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে উত্তর জালালপুর বাজার জামে মসজিদের উন্নয়নের মোট ২লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।