খন্দকারবাজার প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খালিয়া) গ্রামের প্রবাস ফেরত অসুস্থ আব্দুল হককে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুরে ট্রাস্টের পক্ষ থেকে নগদ প্রায় ৩৩হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান হস্তান্তর করেন ট্রাস্টের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম খান খোকন। এ উপলক্ষে স্থানীয় সিরাজপুর খাগদিওর রাহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও খান ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী আবরার মোস্তফা খান, সেজন মিয়া সুজা, শাহ ইমদাদ হোসেন ইমন, শামসুল ইসলাম হিরা, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সিরাজপুর খাগদিওর রাহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও খান ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান হাফিজ আব্দুর রব এবং হাফিজ ছহুল হাবিব।