করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসেবে বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধকরণে সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ মার্চ) দুপুরে বালাগঞ্জ বাজারের মদনমোহন মার্কেট প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, সাংবাদিক আবুল কাশেম অফিক, তারেক আহমদ, জাগির হোসেন, জাহেদ আহমদ প্রমুখ। পথসভা শেষে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।