বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী আজমল বেগের উদ্যোগে ইউনিয়নের দুই শতাধিক অসহায়, দিনমজুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।
উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজমল বেগ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রশীদ মিয়া, হারুনুর রশীদ জায়েদ, আব্দুস সাত্তার মাস্টার, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ বুরো মেম্বার, আব্দুল মুকিত, মাহবুবুর রহমান মেম্বার, বুলবুল আহমদ, মোস্তাক আহমদ, আব্দুল হান্নান, ফজলু মিয়া, স্থানীয় ছাত্রলীগ নেতা সালা উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।