শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ মাকড়সী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মাকড়সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষ্যে টিফিন বক্স বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শনিবার (১৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া। ছাত্রলীগ নেতা বেলাল আহমদের পরিচালনায় শুরুতে বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন, সাথে সাথে শিশুদের পুষ্টি সচেতনতায় নানামুখী উদ্যোগে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ করার নির্দেশ প্রদান করেছেন ও মেধাবীদের শিক্ষা ভাতা চালু করেছেন। ভবিষ্যতে প্রতিটি ছাত্রকে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা প্রদানের জন্য ট্যাব হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়মিত স্কুল পাঠাবেন, বাকী সব দায়িত্ব সরকার নিবে।

তিনি প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিটি ছাত্র-ছাত্রী যাতে বাড়ি থেকে টিফিন বক্সে খানি নিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখবেন এবং অভিভাবকদের ও সচেতন হয়ে তাদের টিফিন বক্সে প্রতিদিন নাস্তা দেওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার, তোফায়েল হোসেন, সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, সাবেক মেম্বার বশির মিয়া, আব্দুস ছাত্তার, গিয়াস আহমদ, ছাত্রনেতা মাহবুব আলম তুহিন, ইব্রাহীম আলী সুজন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষথেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভার শুরুতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অতিথিদের ফুলে দিয়ে বরণ করেন এবং পরে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষথেকে সম্মাননা স্মরক প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!