রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট আহসান আহমেদ খানকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেটের একটি দল। শনিবার (১৯ অক্টোবর) সিলেট নগরীর হোটেল নির্ভানা ইন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসান আহমেদ খান ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলপুর গ্রামের মৃত ফারুক আহমেদ খানের পুত্র।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি আর্থিক প্রতারণা মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী। সে পলাতক থাকায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গত কিছুদিন আগে সিলেট র্যাব-৯ কে আসামি গ্রেফতারের রিকোজিশন দিলে র্যাব দল শনিবার রাতে আসামিকে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইন থেকে গ্রেফতার করে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করেন। আজ রোববার (২০ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।