পূজা শিব গৌরী কালী সেজে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বলিচ্যাদ ( দা) উপর শিবকে শুইয়ে তার উপর কালী উঠেন। শিশু কিশোররা বিভিন্ন রকমের বড়শী শরীরের বিভিন্ন স্থানে বিঁধে রাখে। সর্বশেষ আকর্ষন ছিল পিঠে বড়শী গেঁথে তা দিয়ে গাছে রশির সাথে বেঁধে প্রদক্ষিন করা হয়। চড়কপূজায় এ দৃশ্য দেখার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধরনের ব্যাপক লোক সমাগমে মাঠ ভরে যায়।
বালাগঞ্জ থানা পুলিশ চড়ক পূজায় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। চড়ক পূজা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও পূজায় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ থানার এস আই অপুদাসগুপ্ত, এসআই জিতেন্দ্র বৈঞ্চব, এস আই সুকোমল ভট্রাচার্য্য, এ এস আই শুভজিৎ দেব শুভ, ইউপি সদস্য ঝন্টুদাস, ছাত্র যুব ঐক্য পরিষদের বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অমল দাস আপন, পূজা পরিষদের পিন্টু দাস, শিক্ষক সুব্রত দেবনাথ, যুবনেতা শামসুল ইসলাম, মাধব চক্রবত্তী, আসাদ উদ্দিন, ফজর আলী লিপন প্রমুখ।