শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ অর্থায়নে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত



গত ১৩ মে (সোমবার) পূর্ব লন্ডনের অ্যাট্রিয়াম কমিউনিটি সেন্টারে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অর্থায়নে সংগঠনের নেতা কর্মীদের সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ কতৃক আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, পবিত্র রমজান মাসের রোজা ধর্মপ্রাণ মুসলিম নর-নারীদের জন্য এক সাধনা। সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষের আত্মশুদ্ধি, সংবেদনশীলতা, পারস্পরিক সহমর্মিতা, ধনী-গরিবের মধ্যকার ভালোবাসার উপলব্ধি ঘটে এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে এটি আরও বেশি উজ্জ্বল ও উদ্ভাসিত হয়ে ওঠে। ইফতারের সময় রমজান মাসে শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে ইফতার গ্রহণ এক অপূর্ব ইসলামি সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে।
আমরা যারা দেশনেত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যে আগমনের সময় সার্বক্ষণিক পাশাপাশি থেকে দায়িত্ব পালন করেছি এই ইফতার মাহফিল দেশনেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পক্ষে শুভেচ্ছা উপহার। এ সময় তিনি বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বিশেষ করে প্রধানমন্ত্রীর চিকিৎসার প্রয়োজনে গত ০১ মে যুক্তরাজ্য আগমন উপলক্ষে যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মূল্যবান সময় দিয়ে স্বাগত জানাতে প্রতি দিন সমবেত হয়েছিলেন সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর সঞ্চালনায় প্রবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক আবুল হাশেম, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন আহমেদ রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, সম্পাদক মন্ডলীর সদস্য মিসবাউর রহমান মিসবা, আ স ম মিসবাহ, আবুল কালাম চৌধুরী, কাওসার আহমেদ ও আনছারুল হক, লন্ডন মহানগর আওয়ামীগ সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ , যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মাহবুব আহমদ, শেখ নুরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন, দেলোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক ফয়সল হুসেন সুমন, আজাদুর রহমান আজাদ, দুলাল আহমদ, আরিফুল কবির, সাইফুলু ইসলাম মহসিন, সাইদুল ইসলাম, জুহেল আহমদ, ছানা মিয়া, এম ফয়েজ আলী প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও মুসলিম উম্মার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মৌলালানা মোঃ কুতুব উদ্দিন ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!