শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে এড. মণ্টু সংবর্ধিত



সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ক্রীড়াবিদ, সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেছেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীদিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, মোল্লারগাঁও ইউনিয়নের নির্বাচনী মামলার নিষ্পত্তির মাধ্যমে নাগরিক সমাজ তাদের অধিকার ফিরে পেয়েছে। যারা নিজেদের স্বার্থে এলাকার মানুষকে জিম্মি করে রাখতে চায় তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সোচ্চার হতে হবে।

এডভোকেট আব্দুর রকিব মণ্টু গত শুক্রবার (১৬ নভেম্বর) রাতে মোল্লারগাঁও ইউনিয়ন সার্বজনীন সচেতন নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, শুকরানা দোয়া ও গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় হাজরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লারগাঁও ইউনিয়ন সার্বজনীন সচেতন নাগরিক কমিটির আহবায়ক মো. মামুন খাঁন।

মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনী মামলা সম্প্রতি সুপ্রিমকোর্টে নিষ্পত্তির ব্যাপারে আইনী সহযোগিতার জন্য এডভোকেট আব্দুর রকিব মণ্টুকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সমাজকর্মী কামাল আহমদ ও জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের আইনজীবী এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারো, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরুব্বি জিয়াউল ইসলাম, জসির উদ্দিন দসু মিয়া, সাবেক ছাত্রনেতা দেওয়ান মফিজুর রহমান খান, অরুণ দেবনাথ সাগর, সমাজকর্মী শফিকুর রহমান, হাজী হুরু মিয়া, আ.ন.ম আইয়ুব আলী, আজিজুর রহমান মঞ্জু, ডা. তায়েফ আহমদ, তাজউদ্দিন, আরশ আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র কটালপুর শাখার সাবেক চেয়ারম্যান বশারত আলী, আওয়ামী লীগের নেতা আজাদ মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের নেতা কবির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি এডভোকেট আব্দুর রকিব মণ্টুকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!