সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলাপুরের যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদের দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আলাপুর গ্রামের যুক্তরাজ‌্য প্রবাসী লিটন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয় আলাপুর গ্রামের পূর্বে মাঠে মরহুমের ২য় জানাজা শেষে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মুসল্লীগণ শরিক হন।

উল্লেখ্য, আলাপুর নিবাসী প্রবাসী লিটন আহমদ দীর্ঘদিন থেকে যুক্তরাজ‌্য বসবাস করে আসছিলেন। বিগত ৭ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি বার্মিংহামে একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর গত ১৯ এপ্রিল যুক্তরাজ্যে তাঁর ১ম জানাজা শেষে আত্মীয়- স্বজন লাশ বাংলাদেশে পাঠান এবং অছিয়ত মতো স্থানীয় আলাপুর গ্রামস্থ মায়ের কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!