শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শিওরখাল ওয়ান কমিউনিটি লন্ডন (ইউকে)-র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



 

শিওরখাল ওয়ান কমিউনিটি লন্ডন (ইউকে)-র উদ্যোগে ইফতার ও দুয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মার্চ) বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল উত্তরপাড়া জামে মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিওরখাল ওয়ান কমিউনিটি লন্ডন (ইউকে)-র সভাপতি মো. আজাদ খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গহরপুর জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর), জামিয়ার শিক্ষাসচিব মুফতি আনোয়ার হোসেন (শরীয়তপুরী)।এছাড়া উপস্থিত ছিলেন – প্রবীণ মুরব্বি হাজী মনোহর খান, হাজী রুস্তম আলী, হাজী মজিদ আলী, সোনাওর খান, ইরব খান, বাহারাম খান, মখলিছ খান, ছমির আলী, আছলাম খান, মাওলানা আজমান আলী, হেলিম উল্লাহ, তজমুল আলী, আব্দুল অদুদ, আতিকুল ইসলাম আতিক, আব্দুস শহীদ খান, সালামত খান, আফজল খান, আলমগীর আলমসহ গ্রামের সর্বস্তরের মুরব্বিরান এবং যুবকবৃন্দ। এর আগে উত্তর শিওরখাল সাবেক পঞ্চায়েতে প্রতিটি ঘরে ঘরে মহিলাদেকে ইফতার সামগ্রিক পৌঁছে দেয়া হয়।আলাপকালে অনুষ্ঠানের প্রধান অতিথি শিওরখাল ওয়ান কমিউনিটি লন্ডন (ইউকে)-র সভাপতি আজাদ খান বলেন, প‌বিত্র মাহে রমজানে প্রতিবছর সংগঠনের পক্ষে থেকে সামর্থ অনুযায়ী সবার সহযোগিতায় গ্রামবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবার আমাদের পক্ষ থেকে উত্তর শিওরখাল সাবেক পঞ্চায়েতের সকল রোজাদার পুরুষ এবং মহিলাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দেশবিদেশ বসবাসরত সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবার জন্য দুয়া চাই।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!