বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চরআলাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি খন্দকার মবরুর উদ্দিন রুমেলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) স্থানীয় চরআলাপুর গ্রামে এডভোকেট খন্দকার করিম উদ্দিন আহমদের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনহার মিয়া চেয়ারম্যান। সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী এডভোকেট খন্দকার করিম উদ্দিন আহমদ এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সুহেল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, তথ্য ও গবেষণা সম্পাদ মিজানুর রহমান পংকী, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, স্থায়ীয় ইউপি সদস্য মো. তারা মিয়া, মাহফিলের আয়োজক ও চরআলাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি খন্দকার মবরুর উদ্দিন রুমেল, বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হুসাইন আহমদ, রাজু খান, বুরহান উদ্দিন, শ্রমিক নেতা লিটন আহমদ প্রমুখ।ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় মো. আনহার মিয়া চেয়ারম্যান বলেন, আপনারা জানেন মে মাসের ১৮তারিখ আমাদের উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হলেও দৌড়ঝাপ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রচার প্রচারণা যারযার অবস্থান থেকে করছেন। নির্বাচন আসলে অনেকেই জনদরদী, অন্যায়ের প্রতিবাদী এসব টাইটেল ব্যবহার করেন। কিন্তু বাস্তবে দেখবেন ভোটের পরের দিন তাহার সামনে অথবা তিনি নিজেই অন্যায় করছেন। আমি আসলে এরকম মানুষ নয়। লেখাপড়ার জীবনে মোটামুটি একজন ভালো ছাত্র ছিলাম। বাবা-মার শখ ছিলো ডাক্তার কি ইঞ্জিনিয়ার বানানোর। কিন্তু ১৯৯৩ সালে খুব কম বয়সে আমাকে বোয়ালজুড়ের মানুষ ভোট দিয়া নির্বাচিত করার পর এখন পর্যন্ড জনগণের সেবায় নিয়োজিত আছি। কি কি উন্নয়ন বোয়ালজুড়ে করেছি তা আপনারা খুঁজ নিলে জানতে পারবেন।আমি সবসময় এই স্বপ্নটা দেখি যেখানে দায়িত্ব নেবো এখানে কাজ করতে হবে। বিগত ১৫টা বছর আমাদের সরকার ক্ষমতায়, আমরার এমপি, আমাদের চেয়ারম্যান কিন্তু আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। আমি ৫বছরের জন্য পরীক্ষা দিতে এসেছি । আপনারা সে সুযোগ দিন। আমি কাজ পাগল মানুষ। জননেতা হাবিবুর রহমান হাবিবকে এমপি এবং জনদরদী জনাব শফিকুর ভাইকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তাঁরা ব্যক্তিগতভাবে আমাকে অত্যান্ত স্নেহ করেন। তাই আপনারা ছেলে হিসেবে, ভাই হিসেবে আমাকে কাজ করার সুযোগ করে দিন। উন্নয়নের মধ্যদিয়ে বালাগঞ্জের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ ।