যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হারুন আহমদ চৌধুরীর পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস ও মিড ডে মিল বিতরণ করা হয়েছে।
রোববার (৪ নভেম্বর) দুপুরে এ উপলক্ষ্যে স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিক উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ হারুন আহমদ চৌধুরী, সাংবাদিক মামুনুর রশীদ। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি ভট্টাচার্য, শিক্ষিকা আফরোজা বুলবুল, সমাজকর্মী আতাউর রহমান মনাই, তমজিদ আলী ও আবুল কালাম প্রমুখ।
সভা শেষে বিদ্যালয়ের অর্ধশতাধিক অসহায় শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেওয়া হয় ও বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণ করা হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও সিলেটী ধামাইল নৃত্য পরিবেশন করে।