বালাগঞ্জে হাজী ছাইম উল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) ১৬০ জন বন্যার্তদের মধ্যে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ.মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন – উপজেলা যুবলীগের সদস্য আহমদ আলী, ইউপি সদস্য আহমদ আলী, যুবলীগ নেতা আখতারুজ্জামান রাসেল, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ ময়নুল, শামীম আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।