ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের নগরীকাপন গ্রামে সেলিম চৌধুরী ফাউণ্ডেশনের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) নগরীকাপনস্থ যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা মোঃ সেলিম চৌধুরীর নিজ বাড়িতে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আসকর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান হারুন মিয়া। বক্তব্য রাখেন – খরনসী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন গজনবী, স্থানীয় ইউপি সদস্য তছন মিয়া।
উপস্থিত ছিলেন – সাংবাদিক মোঃ মুহিব হাসান, আবু হানিফা, আব্দুল হাদী, সমাজসেবক জাবের আহমদ চৌধুরী, মো. আনা মিয়া চৌধুুরী, লোকমান আহমদ, তপন আহমদ, সুজন আহমদ, নাঈম আহমদ, হাফিজ হুসাইন আহমদ, মিজানুর রহমান, আব্দুল হান্নান, গ্রামের মুরব্বী তোয়ায়িদ উল্লাহ, আশকা মিয়া, ময়না মিয়া, ডা. রেজাউল ইসলাম নিজাম, লেবু মিয়া প্রমুখ। অনুষ্টানে সেলিম চৌধুরীর পিতা মরহুম আব্দুল মতিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্টিত সেলিম চৌধুরী ফাউণ্ডেশন গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদে সহযোগিতা প্রদানসহ এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে।