বৃটেনে বাংলাদেশী কমিউনিটির মানুষ প্রতি বছর শুধুমাত্র বিয়ের আনুষ্ঠানিকতায় প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে থাকেন। অথচ এই বিশাল ব্যবসার ৮০ ভাগই ভারতীয় কিংবা পাকিস্তানী ব্যবসায়ীদের দখলে। এদিকে বিয়ের অনুষ্ঠানমালায় দেশীয় সাস্কৃতির আমেজও দিনে দিনে কমে আসছে।
সম্প্রতি দেখা যাচ্ছে শত শত বাংলাদেশী নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলে মরোক্কান ও তুর্কিশ কমিউনিটির মধ্যে জীবন সঙ্গিনী খুঁজে নিচ্ছে।এই রকম অনুষ্ঠান বাংলাদেশি সংস্কৃতি ও বিলেতে বাঙালিপনা ধরে রাখতে সহাযতা করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।
অনুষ্ঠানের উদ্যোক্তা আহাদ আহমেদ ও সোহানা আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিয়ের শাড়ি, মেকাপ, খাবার স্টল, ফার্নিচার, বিয়ের কার, বিয়ের কাপড়, মেহেদি, রুম সাজানোসহ নানান ধরণের স্টল উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে। অনুষ্ঠানের ফ্যাশন শো সবাইকে মোহনীয় করে রাখে।