রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মুসলিমাবাদ ইসলামি যুব সংঘের কমিটি গঠন 



বালাগঞ্জ উপজেলার অরাজনৈতিক সামাজিক সংগঠন মুসলিমাবাদ ইসলামি যুব সংঘ (রেজি. নং ৯৬/৮৭)’র ২০১৯-২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সংঘের কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘের প্রধান উপদেষ্টা ও মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহিদ আহমদ বোগদাদী।

মির্জা আবুল কালামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে শেখ আব্দুল মুকিতকে সভাপতি, মির্জা আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক এবং শেখ জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২বছরের জন্য ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি মির্জা আব্দুস ছাত্তার রঞ্জু, সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মির্জা রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল হোসেন, প্রচার সম্পাদক শেখ নুনু মিয়া, সমাজ সেবা সম্পাদক মির্জা ছিনু মিয়া, পাঠাগার সম্পাদক মাওলানা রওশন আহমদ বেগ এবং দফতর সম্পাদক মির্জা সিরাজুল ইসলাম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!