হযরত শাহজালাল লতিফিয়া ফাউন্ডেশন ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন এর উদ্যোগে বালাগঞ্জ উপজেলার স্থানীয় আজিজপুর বাজারে গত শনিবার (১৭ আগস্ট) বাদ আছর কাশ্মীর এর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি কবির আহমদ সুমনের সভাপতিত্বে এবং সেক্রেটারী শ.ম. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী। তিনি তাঁর বক্তব্যে বলেন- আজ আমরা কোন দেশ বা জাতির বিরোধিতা করতে এখানে আসিনি, আমরা এসেছি মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে প্রতিবাদ করতে। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র কিন্তু ভারত সরকার কাশ্মীরের জনতার প্রতি যে নির্যাতন করেছে, কাশ্মীরীরা যদি মুসলিম না হয়ে অন্য কোন ধর্মাবলম্বী হতো তাহলেও আমারা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পক্ষে অবস্থান করতাম এ শিক্ষা ইসলাম দিয়েছে। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার বিগত দিনে মিয়ানমার নির্যাতিত জনগণের পাশে যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবে কাশ্মীর ইস্যুতে মজলুমের পক্ষ অবলম্বন করে এদেশে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন – ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা ছালেহ আহমেদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফি উল্লাহ, সাবেক মেম্বার মরম আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মশাহিদ শিকদার, মোমিনপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, আজিজপুর-তালতলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম, প্রাইম একাডেমীর পরিচালক ও প্রিন্সিপাল মোঃ আব্দুর রহমান, নলজুড় মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, সারসপুর-খুজগীপুর মাদ্রাসার সুপার মাওলানা নওশাদ আহমদ, ফাউন্ডেশন সহ-সভাপতি জাহেদ আহমদ, মাদ্রাসা বাজার যুব সমাজের সেক্রেটারি বিশিষ্ট ধারাভাষ্যকার রুহুল আমীন, মাওলানা নজির আহমদ, হাফিজ মাওলানা সফা মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সেক্রেটারি রাকিব আলী ও কোরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – খন্দকার আলী আহমদ, শাহরিয়ার আহমেদ খালেদ, জুনেদ আহমেদ খাঁন, রেজাউল ইসলাম রাজন, মোঃ আব্দুল মুত্তালিব, মোঃ কামরুল ইসলাম, জুবের আহমদ, রেজাউল ইসলাম মুন্না, নাবিল হায়দার চৌধুরী, শামসুল মুক্তাদির মিজান, হাফিজ জামিল আহমদ, ইমাদ আহমদ, কামিল আহমদ, ফুয়াদ আহমদ রাফি, মোস্তফা সাদিক, শাহ মাহিম আহমদ, আবুল আহমদ, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, ফজলু মিয়া, মিন্টু আহমেদ প্রমুখ।