শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট পরীক্ষা বাদ

মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ শুরু ১ এপ্রিল থেকে



চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফিসহ ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। রবিবার (২১ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত কেবল ঢাকা শিক্ষাবোর্ডই ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্যান্য বোর্ডও পর্যায়ক্রমে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে উচ্চ মাধ্যমিকের ফরম পূরণ কবে হবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো। স্কুল খোলার দুই মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া গেছে।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!