সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ‘আইসিইউ’তে : বাস থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার



সংজ্ঞাহীন অবস্থায় বাস থেকে উদ্ধারের পর এখন সিলেট ওসমানী হাসপাতালের ‘আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় আছেন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। গতকাল রোববার (২১ জুলাই) দুপুরে মৌলভীবাজার থেকে বালাগঞ্জে আসার পথে তিনি ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা অনেক সংকটাপন্ন বলে পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অসুস্থ চেয়ারম্যান মো. আব্দুল মতিনের মামা আব্দুর রহমান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন গতকাল রোববার (২১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বাসা থেকে বালাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। ধারণা করা হচ্ছে দুপুর দেড়টা নাগাদ তিনি সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে ওসমানীনগর উপজেলার তাজপুরের উদ্দেশ্যে বাসে উঠেন। তাজপুর নেমে তাঁর বালাগঞ্জ যাবার কথা ছিল। ধারণা করা হচ্ছে তাজপুর আসার আগেই তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। সিলেটগামী চলন্ত বাসটি স্থানীয় লালাবাজার এলাকায় পৌঁছার পর বাসের কন্ট্রাক্টর ভাড়া চাইতে গিয়ে তাকে নিদ্রাচ্ছন্ন দেখতে পান। পরবর্তীতে সিলেট কদমতলী বাসস্টেশনে সকল যাত্রী নামতে শুরু করলে তাঁকে ডাকা হয়। এ সময় তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বাসে থাকা যাত্রী সেজান ও তার আব্বা সহ পথচারীদের সহযোগিতায় বিকাল সাড়ে আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসযাত্রী সেজান অজ্ঞান অবস্থায় উদ্ধারকালে চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সঙ্গে পাওয়া ৬০ হাজার টাকা সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়ার সম্মুখে  হস্তান্তর করেন। তবে তাঁর সাথে থাকা তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি। পরিবারের লোকজন ও উদ্ধারকারী লোকজন ধারণা করছেন, শেরপুর থেকে তাজপুর আসার আগেই পথিমধ্যে তিনি ‘অজ্ঞান পার্টি’র খপ্পরে পড়ে থাকতে পারেন।

পরবর্তীতে সেজান তার ফেসবুকে ছবি দিলে গুরুতর অসুস্থ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিনের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। চেয়ারম্যান মো. আব্দুল মতিনের মামা পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য শিহাব উদ্দিন,জাহাঙ্গীর আলম প্রমুখ আলাপকালে জানিয়েছেন, তারা বিকালে ফেসবুকের মাধ্যমে প্রথমে সংবাদ পান। হাসপাতালে অজ্ঞান ও চিকিৎসাধিন অবস্থায় চেয়ারম্যানের ছবি ফেসবুকে দেয়া হলে চেয়ারম্যানের পরিচিত বালাগঞ্জের বিভিন্ন লোকজন ও তার পরিবারের সদস্যরা সন্ধান পান। গতকাল রোববার রাতে আলাপকালে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান জানিয়েছেন, তার ভাগনা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিনের অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গতকাল রোববার (২১ জুলাই) রাত সাড়ে ১১টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে।

এদিকে গুরুতর অসুস্থ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিনকে দেখতে গতকাল রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেযারম্যান আব্দুল মুনিম,আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান চৌধুরী বাছা, ছাত্রলীগ নেতা বিষনু বৈদ্য, সৈয়দ মোস্তাক, নয়ন তালুকদার, রঞ্জিত অমিত সহ বিভিন্ন শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ।

এদিকে খবর পেয়ে রাতে আরো দেখতে আসেন – বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, গোলাম মোস্তফা বাচ্চু, সাংবাদিক রজত দাস ভুলন, হুসাইন আহমদ, যুবলীগ নেতা আইনুর আহমদ রুমন, প্রদীপ দাস, আমিনুল হক সুমন, ইফতেখার রাকিব, লিলু মিয়া, আলী হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!