মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্টের পক্ষ থেকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা দপ্তরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তৃতা করেন মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক আনহার আলী ইয়াকুব। সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু। অনুষ্ঠানে মাদ্রাসার আবাসিক ও অনাবাসিক শাখার ২শ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মুফতি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ নাজমুল হাসান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, প্রবাসী আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া বিএ, মইনুল ইসলাম সালেহ, শিরমান উদ্দিন, নবনির্বাচিত ইউপি সদস্য হাজী মোহাম্মদ আলী গোলশের, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’র সদস্য হাজী মো. আনোয়ার আলী, মো. আশরাফ আলী, ফয়েজ আলম রাব্বি, এমাদুল ইসলাম মাহিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণের মহতী উদ্যোগ গ্রহণের জন্য মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী ইয়াকুবকে ধন্যবাদ জানান।
এদিকে রাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, আনহার আলী ইয়াকুবের বরকতপুরস্থ গ্রামের বাড়িতে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়। নৈশভোজে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক এবং প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নৈশভোজ শেষে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়াকে মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।