বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ডিটিএলবি আইএলটিএস সেন্টারের উদ্বোধন



বালাগঞ্জে ডিটিএলবি আইএলটিএস সেন্টারের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৭ মার্চ) দুপুর ২টায় বালাগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডিটিএলবি আইএলটিএস সেন্টারের পরিচালক মিনহাজ উদ্দিন মিলাদের সভাপতিত্বে ও বালাগঞ্জ শাখার ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম অফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তিলকচানপুর-আদিত্যপুর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা মশিউর রহমান মসনু, লেখক ও কলামিস্ট হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন।

সভায় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, সমাজসেবী আহমদ আলী, পুতুল মিয়া, আব্দুল মতিন, সাংবাদিক কাজল মিয়া, তারেক আহমদ, জাহেদুল ইসলাম, হেলাল আহমদ।

এর আগে ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন আগত অতিথিবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!