প্রখ্যাত বুযুর্গ আল্লামা গহরপুরী (রহঃ) এর খলিফা হযরত মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী হুজুরের দাফন সম্পন্ন হয়েছ। ১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৮ ঘটিকায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মইজপুর গ্রামে জানাজা শেষে তাঁহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় পুত্র হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ। জানাজার নামাজে হুজুরের ছাত্র, মুরিদান, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ শরিক হন।
জানাজা নামাজের পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জামিয়ার মুহাদ্দিস মাওলানা আবদুর রহমান কলিমার হুজুর, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহিদ মিয়া প্রমুখ।
এর আগে মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী হুজুর (৭০) রোববার সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।