ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেছেন, রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করা একটি মহৎ কাজ। যারা রক্তদান করেন তারা মানবতার সেবক। তিনি গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের খালেরমুখ বাজারস্থ আল-ইনসাফ ব্লাড সোসাইটির উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ইনসাফ ব্লাড সোসাইটির সভাপতি রেদওয়ান আহমদ।
আল-ইনসাফ ব্লাড সোসাইটির উপদেষ্টা সদস্য বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিতের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী, আল-ইনসাফ ব্লাড সোসাইটির উপদেষ্টা সদস্য ডা. তখলিছ আলী, ডা. মতাহির আলী, কামিল আহমদ, ডা. এনামুল হক, কাজী মাওলানা মঞ্জুর আহমদ, এমএ কাইয়ুম, আব্দুল হান্নান, মো. আব্দুর রহমান, খালেদ মিয়া মেম্বার, শহীদুল ইসলাম লখন, শামসুল ইসলাম রানা, ছাতির আহমদ, আব্দুর রব, ব্লাড সোসাইটির কার্যকরি কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি মুহিবুর রহমান মাহদি, সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, অর্থ সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সহ প্রচার সম্পাদক মজনু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ১শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।