বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

আব্দুর রশীদ লুলু

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা – ৪



 ৩০ জুন ১৮৫৫ – সাঁতাল বিদ্রোহ সংঘটিত হয়। দিনটি ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’ হিসেবে খ্যাত।
 ১০ জুলাই ১৫২৬ – পানিপথের যুদ্ধে জয় লাভের মাধ্যমে বাবর (মুঘল সম্রাট) আগ্রায় পদার্পণ করেন।
 ১০ জুলাই ১৯৬২ – যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
 ১০ জুলাই ১৯৯১ – রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বরিস ইয়েলৎসিন শপথ গ্রহণ করেন।
 ২২ জুলাই ১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
 ২২ জুলাই ১৯৭১ – রাশিয়ার মানুষ বিহিন নভোখেয়া ‘ভেনেরা-৮’ শুক্র গ্রহে অবতরণ করে।
 ১২ জুন ১৮৯৭ – ৮.৮ রিকটার স্কেলে আসাম ও সিলেটে ভূমিকম্প হয়। এতে বহুলোক হতাহত হয়।
 ৩০ সেপ্টেম্বর ১৯৪৮- ঢাকায় প্রতিষ্ঠিত হয় গভর্ণমেন্ট আর্ট ইনস্টিটিউট।
 ০১ অক্টোবর ১৯৭০ – বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর গাজীপুরে।
 ৩১ জুলাই ১৯৫৪ – একজন ইতালিয়ান পর্বতারোহী কে-টু পর্বতে আরোহণ করেন।
 ০১ জানুয়ারি ১৮২৪ – কোলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।
 ০১ জানুয়ারি ১৮৯০ – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য নিযুক্ত হন।
 ৩১ ডিসেম্বর ১৯২৫ – ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
 ০৬ আগস্ট ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে ভয়াবহ পারমানবিক বোমা নিক্ষেপ করা হয়। দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
 ২৫ ফেব্রুয়ারি ২০১৩ – দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে পার্ক জিউন হাই শপথ গ্রহণ করেন।
 ১৮ সেপ্টেম্বর ১৯০৬ – হংকংয়ে টাইফুন ও সুনামিতে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারায়।
 ৩০ জুলাই ১৯৪৮ – লিভারপুলে পৃথিবীর প্রথম রাডার স্টেশন চালু হয়।
 ২৩ জুলাই ১৯৯৫ – হেল-বপ ধুমকেতু আবিস্কৃত হয়।
 ০১ জানুয়ারি ১৮৮০ – ভারতবর্ষে পোষ্ট অফিসে প্রথম মানিঅর্ডার প্রথা চালু হয়।
 ০১ জানুয়ারি ১৯৯৩ – বাংলাদেশের পঞ্চম বিভাগ হিসেবে বরিশাল বিভাগের উদ্বোধন করা হয়।
 ৩১ ডিসেম্বর ১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
 ১৮ সেপ্টেম্বর ১৯১৯ – নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার প্রদান করে।
 ৩০ জুলাই ১৯৪১ – কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ কবিতা ‘তোমার সৃষ্টির পথ’ রচনা করেন।
 ২৩ জুলাই ১৯০৮ – ব্রিটিশ শাসনাধীন ভারতের মুম্বাই শহরে প্রথম রাজনৈতিক ধর্মঘট পালিত হয়।
 ১২ আগস্ট ১৭৬৫ – মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
 ১২ আগস্ট ১৮৭৭ – টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
 ২৩ জুলাই ১৯৫২ – মিসরে সামরিক অভূত্থানের মাধ্যমে গামাল আবদুন নাসের ক্ষমতা গ্রহণ করেন।
 ২৩ জুলাই ১৯৯৬ – বিচারপতি (ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান) সাহাবুদ্দীন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
 ১৮ সেপ্টেম্বর ২০০৬ – সামরিক অভূত্থানে থাই সরকার ক্ষমতাচ্যুত হয়।
 ৩১ ডিসেম্বর ১৯০৬ – ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিমলীগের প্রতিষ্ঠা হয়।
 ১৫ আগস্ট ১৯৪৭ – ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে।
 ১৫ আগস্ট ১৯৭৫ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা), সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!