শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রীকে প্রবাসীদের অনুদান প্রদান



বালাগঞ্জের মাদ্রাসা পড়ুয়া দু’জন ছাত্রীর পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য প্রবাসীদের পক্ষ থেকে ১৩হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। যুক্তরাজ্য, কাতার এবং ওমানে বসবাসরত ৪জন প্রবাসী এ অনুদান প্রদান করেছেন। বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গত সোমবার (১৭ আগস্ট) রাতে সংশ্লিষ্ট মাদ্রাসা ছাত্রীদের অভিভাবকের কাছে এ টাকা হস্তান্তর করেছেন।

যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজকর্মী আজহার আলী ৫হাজার টাকা, কাতার প্রবাসী সমাজকর্মী মোস্তাক আহমদ মছরুর ২হাজার টাকা প্রদান করেছেন। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য প্রবাসী একজন সমাজকর্মী ৫হাজার টাকা এবং ওমান প্রবাসী একজন সমাজকর্মী আরও ১হাজার টাকা অনুদান প্রদান করেছেন।

উল্লেখ্য, মাদ্রাসা পড়ুয়া ওই দুই ছাত্রীর মায়ের অনুরোধক্রমে গত ০৭আগস্ট বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু তাঁর ফেসবুকে ‘মানবিক আবেদন’ শীর্ষক একটি স্ট্যাটাস প্রদান করেন। এ স্ট্যাটাসের সূত্র ধরে প্রবাসীদের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে। এদিকে ১৩হাজার টাকা অনুদান পেয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা ছাত্রীদের অভিভাবকরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!