বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভা। বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন – বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মইনুল ইসলাম সালেহ, সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াস মিয়া, প্রবীণ সমাজকর্মী আবরু মিয়া, আমরুছ আলী, প্রধান শিক্ষক নুরুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক ইকবাল হোসেন রাজু, কবিতা রাণী তালুকদার, ছুরেখা বেগম, হলি বেগম, শাহেদা জাহান, রুনা বেগম, ৫ম শ্রেণির শিক্ষার্থী তামিমা জাহান তাম্মি প্রমুখ। সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।