বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, প্রবাসী সংবর্ধনা এবং আলোচনা সভা। বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে প্রবাসী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তখলিছ আলী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কাজী মঞ্জুর আহমদ।
শিক্ষক আমিনুল ইসলাম এবং মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবাসী আহমদ নবী নোমান, মো. সোনা মিয়া, মো. টুনু মিয়া এবং আব্দুল কাইয়ুম। অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউপি সদস্য খালেদ মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী আনু, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মোতাহির আলী, উপজেলা মৎস্য লীগের সভাপতি বশির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ডা. এনামুল হক, সদস্য মো. বিলাল উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষক কাজল চৌধুরী, জেসমিন সাদ জুনিয়র হাইস্কুলের শিক্ষক সাহেদ আহমদ, শিক্ষানুরাগী বুরহান উদ্দিন, আব্দুর রব, মঈন উদ্দিন, মো. ইব্রাহিম আলী, মকবুল আলী, মাহবুবুর রহমান চঞ্চল, ইউছুফ আলী, ছালিক মিয়া, খন্দকার হুমায়ুন, নোমান আহমদ, জিতু মিয়া, হারুন মিয়া, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা বিলাল হোসেন প্রমুখ।