মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ম রাইসা মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজারের দক্ষিণের মাঠে এ টুর্ণামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে টুর্ণামেণ্টের প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, নূরউদ্দিন নুনু, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান তারন, সমাজকর্মী সেবুল মিয়া, জমির আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী নূরুল মনছুর, প্রবাসী খয়রুল ইসলাম ফখরুল, খেলা পরিচালনা কমিটির কর্মকর্তা সুজেল আহমদ, মনজুর আহমদ, আবু সুফিয়ান, আব্দুস সামাদ, জামিল আহমদ, আব্দুল আহাদ, তোফায়েল আহমদ, জাকির হোসেন, লায়েক মিয়া, রুমেল আহমদ, ইমন আহমদ, রুমান আহমদ প্রমুখ। খেলা পরিচালনা করেন বাফুফে অনুমোদিত রেফারি কবির উদ্দিন।
খেলার প্রথম পুরস্কার একটি টেলিভিশন প্রদান করেছেন সমাজকর্মী আব্দুল ওয়াদুদ এবং দ্বিতীয় পুরস্কার একটি বৈদ্যুতিক ফ্যান প্রদান করেছেন প্রবাসী সিরাক আলী চেরাগ।