বালাগঞ্জ উপজেলার গহরপুর আল-ফালাহ একাডেমিতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রীতি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৫ আগস্ট) দুপুরে একাডেমির প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন। সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আব্দুল কুদ্দুসের পরিচালনায় একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – একাডেমির শিশু সদন বিভাগের সুপারিন্টেন্ডেন্ট হাফিজ কুতুব উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, একাডেমির ভাইস প্রিন্সিপাল আব্দুন নূর, শিক্ষক হাফিজ মাওলানা রুম্মান আহমদ, আব্দুল করিম, হোসাইন আহমদ, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মুহাইমিন, আবুল হাসান, নাজমুল ইসলাম রিয়াজ, সুজেল আহমদ, শাহিন আহমদ, ফজলে আলম রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী আল আমিন। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী আল আমিন নোমান, ফয়ছল আহমদ, নূরুল আমিন ও আদনান তানিম।